বাংলার ভোর প্রতিবেদক
স্কাউটস দিবস উপলক্ষে যশোর জেলা স্কাউটস ও যশোর জেলা রোভার স্কাউটসের উদ্যোগে রোববার সকাল ১০টায় এক বর্ণাঢ্য র্যালি ও সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়। জেলা প্রশাসক আজাহারুল ইসলামের নেতৃত্বে কালেক্টরেট চত্বর থেকে শুরু হয়ে র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
র্যালি শেষে কালেক্টরেট প্রাঙ্গণে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস যশোর জেলার নির্বাহী কমিটির সহসভাপতি (মুক্তদল) আব্দুর রহমান খান, সহসভাপতি (স্কাউট শাখা) ইশতিয়াক হোসেন, সহসভাপতি (কাব স্কাউট শাখা) তৌহিদুর রহমান, কমিশনার মোকলেছুর রহমান, কোষাধ্যক্ষ এস.আর আকিফুজ্জামান, সম্পাদক রবিউল ইসলাম রবি, যুগ্ম সম্পাদক মতিউর রহমান।
উপস্থিত ছিলেন যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন, লিডার ট্রেনার প্রতিনিধি আফম আসাফুদ্দৌলা, এসএম ফারুক হোসেন, সহকারী লিডার ট্রেনার প্রতিনিধি এসএম ফারুক হোসেন, রজব আলী, আমীর হামজাসহ জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত স্কাউট ও কলেজ স্কাউট প্রতিনিধিগণ।
দিনব্যাপি কর্মসূচিতে স্কাউটদের মধ্যে দেশপ্রেম, নেতৃত্ব ও সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করার আহ্বান জানানো হয়।