বাংলার ভোর প্রতিবেদক
১৪৩১ বিদায় ও ১৪৩২ কে স্বাগত জানিয়ে বিদ্রোহী সাহিত্য পরিষদ (বিএসপি) রোববার বিকেলে প্রেসক্লাব যশোরে কবিতা পাঠ ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রবন্ধকার মো. আছাদুজ্জামান।
বিএসপির সভাপতি কবি আহমদ রাজুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, যশোর ইন্সটিটিউটের সাধারণ সম্পাদক ডা. আবুল কালাম আজাদ লিটু, বিশিষ্ট শিক্ষাবিদ ড. মো. মুস্তাফিজুর রহমান, যশোর সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি হারুন অর রশিদ, যশোর সাহিত্য পরিষদের সভাপতি অধ্যক্ষ শাহিন ইকবাল, সহকারী অধ্যাপক মোফাজ্জেল হোসেন।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিএসপির সাধারণ সম্পাদক কবি গোলাম মোস্তফা মুন্না।
সংগঠনের সহ-সভাপতি নূরজাহান আরা নীতির পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সভাপতি ডা. মোকাররম হোসেন, অগ্নিবীনা কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক রোমানা খাতুন, কৃষ্টিবন্ধন যশোরের নির্বাহী সভাপতি মঞ্জুয়ারা সোনালী, বিএসপির সাবেক সভাপতি এডিএম রতন, ডা. আহাদ আলী, আব্দুল খালেক, জিএম মুছা, শাহরিয়ার সোহেল, আহমেদ মাহবুব ফারুক, আবুল হাসান তুহিন, সঞ্জয় নন্দী, কাজী নূর, বকুল হক, রকি মাহমুদ, রেজা মণ্ডল, আতিয়ার রহমান, ভদ্রাবতী বিশ্বাস, সুরাইয়া শরীফ, রাশিদা আখতার লিলি, প্রমুখ। কবিতা পাঠ ও আলোচানসভা শেষে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।