বাংলার ভোর প্রতিবেদক
ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে বাংলা নববর্ষ উদযাপন করেছে যশোর জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন। কর্মসূচির মধ্যে ছিল বর্ণিল শোভাযাত্রা, পান্তা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সকালে বর্ণিল শোভাযাত্রা ও ঐতিহ্যবাহী পান্তা উৎসবের মধ্য দিয়ে শুরু হয় নববর্ষের আয়োজন।
যশোরে জেলা বিএনপি দলীয় কার্যালয় থেকে বিএনপির নেতাকর্মীরা বর্ণিল শোভাযাত্রা বের করে। দলীয় ও বাঙালির সংস্কৃতির নানা প্রতীক ও ব্যানার-ফেন্টুনে সুসজ্জিত এ শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
অনুষ্ঠানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, পতিত ফ্যাসিস্ট সরকারের মিথ্যা মামলার শিকার হয়ে গত বছর বিএনপির অধিকাংশ নেতাকর্মীর বাংলা নববর্ষের প্রথম দিন কারাগারে পার করতে হয়েছিল। ফ্যাসিস্টের পতনের পর যে আনন্দঘনপূর্ণ পরিবেশের মধ্যে এবারের বাংলা নববর্ষ উদযাপিত হচ্ছে এটি স্বস্তির বহিঃপ্রকাশ।
অনিন্দ্য ইসলাম অমিত বলেন, বাংলা নববর্ষ সর্বজনীন উৎসব। পহেলা বৈশাখ বাঙালির হাজার বছরের ঐতিহ্য বহন করে। এই দিনটি দল-মতের উর্ধ্বে উঠে সবাইকে একত্রিত করে। তাই বিএনপি সবসময়ই চায় এ ধরনের উৎসবকে সর্বজনীন রূপ দিতে। এ কারণে মানুষে মানুষে মহাপ্রাণের মিলন ঘটানোর বর্ষবরণের এই উৎসব গভীর তাৎপর্যময় হয়ে আছে। ছাত্র-জনতার অভ্যুত্থানে ফ্যাসিবাদী সরকারের পতনের পর এবার নতুন পরিবেশে বর্ষবরণ উৎসব বিশেষ মাত্রা পেয়েছে।
বাংলা বর্ষবরণ উপলক্ষে যশোর জেলা বিএনপি আয়োজিত বৈশাখী শোভাযাত্রা এবং জিয়া স্মৃতি পাঠাগার জেলা শাখা আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান পূর্ব শুভেচ্ছা বক্তৃতায় তিনি এ কথা বলেন।
পরে অনিন্দ্য ইসলাম অমিতের নেতৃত্বে দলীয় কার্যালয় থেকে বাংলা নববর্ষের দিন বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা বিএনপি কার্যালয়ের বাংলার ঐতিহ্যবাহী পান্তা উৎসব অনুষ্ঠিত হয়।
শোভা যাত্রা ও পান্তা উৎসবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, শহিদুল বারী রবু, জেলা বিএনপির সাবেক সভাপতিমন্ডলীর সদস্য গোলাম রেজা দুলু, সম্পাদকমন্ডলীর সদস্য অ্যাড. হাজী আনিছুর রহমান মুকুল, সিরাজুল ইসলাম, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা, জেলা মহিলা দলের সভাপতি রাশিদা রহমান, সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা ফেরদৌসী বেগম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল, সদস্য সচিব রাজিদুর রহমান সাগর, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি প্রমুখ।
পরে বিকেলে জেলা বিএনপির কার্যালয়ের সামনে রাজু মঞ্চে জিয়া স্মৃতি পাঠাগার যশোর জেলা শাখার আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। বৈশাখের দ্বিতীয় দিন বিকেলে জেলা মহিলা দলের আয়োজনে পৌর উদ্যানে মহিলা দলের বালিশ বদল ও বৌ চি খেলা অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক মাহতাব নাসির পলাশ খেলা পরিচালনা করেন। একই দিন সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে গ্রাম বাংলা ঐতিহ্যবাহী হাডুডু খেলা অনুষ্ঠিত হয়।