বাংলার ভোর প্রতিবেদক
বাংলাদেশের মধ্যে এই প্রথম যশোর শামস্-উল-হুদা ফুটবল একাডেমিতে ‘জাতীয় অনূর্ধ্ব-১৯ ফুটবল দলে’র দুই সপ্তাহব্যাপি প্রস্তুতি ক্যাম্প শুরু হতে যাচ্ছে। আজ (বৃহস্পতিবার) বিকেল চারটায় সদর উপজেলার হামিদপুরস্থ একাডেমিতে ন্যাশনাল ক্যাম্প উদ্বোধন করা হবে। মাঠ প্রস্তুতি, আবাসিকসহ সকল ধরনের কার্যক্রমের প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।
একাডেমি সূত্রে জানা গেছে, বুধবার রাতে ৩৮ সদস্যের জাতীয় অনূর্ধ্ব-১৯ ফুটবল দল সদর উপজেলার হামিদপুরস্থ শামস্-উল-হুদা ফুটবল একাডেমিতে পৌঁছায়। তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেন একাডেমির শিক্ষার্থীরা। তারা আরও জানান, শামস্-উল-হুদা ফুটবল একাডেমিতে আলোকসজ্জা করা হয়। এছাড়া টিমের জন্য তিনটি মাঠ প্রস্তুত করা হয়েছে। তাদের থাকার জন্য ভাষা সৈনিক মুসা মিয়া ভবনের তৃতীয় তলার ফ্লোর রেডি করা হয়েছে। ৩৮ সদস্যের ‘জাতীয় অনূর্ধ্ব-১৯ ফুটবল দলে ৩১জন খেলোয়াড়, ৫ জন অফিসিয়াল ও দুইজন বল বয় রয়েছেন।
এদিকে, ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম, বিশেষ অতিথি থাকবেন পুলিশ সুপার রওনক জাহান, সম্মানিত অতিথি থাকবেন প্রেসক্লাবে যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন শামস্-উল-হুদা ফুটবল একাডেমির নির্বাহী সদস্য মোহাম্মদ শফিকউজ্জামান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন শামস্-উল-হুদা ফুটবল একাডেমির পরিচালক শেখ শামস্-উল-বারী শিমুল ও অনুষ্ঠানের ধন্যবাদ জ্ঞাপন করবেন শামস্-উল-হুদা ফুটবল একাডেমির উপ-পরিচালক মাসুদুর রহমান।
শামস্-উল-হুদা ফুটবল একাডেমির পরিচালক শেখ শামস্-উল-বারী শিমুল বলেন, আমরা সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করেছি। টিমের জন্য তিনটি মাঠ প্রস্তুুত, থাকার জন্য ফ্লোর প্রস্তুত করা হয়েছে। এছাড়া আমরা শামস্-উল-হুদা ফুটবল একাডেমিকে আলোকসজ্জিত করেছি। তিনি আরও বলেন, বাংলাদেশের মধ্যে এই প্রথম যশোর শামস্-উল-হুদা ফুটবল একাডেমিতে ‘জাতীয় অনূর্ধ্ব-১৯ ফুটবল দলে’র দুই সপ্তাহব্যাপি প্রস্তুতি ক্যাম্প হচ্ছে। এর আগে ঢাকা বাইরে জাতীয় দলের কোন আবাসিক ক্যাম্প হয়নি।’