বদলগাছী( নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর বদলগাছীর মথুরাপুর ইউনিয়নের তালতলি-কাষ্টগাড়ী পাকা সড়কের বাঁশকাটা সোনার পাড়ায় ভাঙা কালভার্টে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন- জনদূর্ভোগ চরমে উঠেছে।
পুরোটা কালভার্টে ভেঙে তৈরি হয়েছে বড় গর্ত। এক মাস অতিবাহিত হলেও ভাঙা কালভার্টটি করা হয়নি সংস্কার। দুর্ঘটনার ঝুঁকি নিয়ে চলাচল করছেন যানবাহনসহ এলাকার সাধারণ মানুষ ।
স্থানীয় বাচ্চু, সুলতান,আজিজ, জানান, উপজেলার মথুরাপুর ইউনিয়নের তালতলি থেকে কাষ্টগাড়ী পর্যন্ত পাকা সড়কের বাঁশকাটা সোনার পাড়া নামক স্থানে তৈরি দূর্বল কালভার্টটি হঠাৎ ভেঙ্গে যাওয়ায় চরম দূর্ভোগের শিকার হচ্ছে স্থানীয় বাসিন্দারা।
প্রায় তিন কিলোমিটারের এই সড়ক দিয়ে প্রতিদিনই যাতায়াত করেন নওগাঁ জেলার বদলগাছী উপজেলা সহ পার্শ্ববর্তী জয়পুরহাট সদর উপজেলার বিভিন্ন গ্রামের কয়েক হাজার মানুষ।
এই সড়কের কালভার্টটি ভেঙে গিয়ে এখন-তা মরণ ফাঁদে পরিণত হয়েছে। ভেঙে যাওয়া কালভার্টটি এখন পর্যন্ত তা সংস্কারের উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট কতৃপক্ষ । রাস্তা দিয়ে চলাচল করা পথচারী ও যানবাহন চালকসহ হাজার হাজার জনসাধারণকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। নিত্যপ্রয়োজনীয় কাজে যাতায়াতে ভোগান্তিতে পড়ছে প্রতিনিয়ত স্থানীয়রা। বিপদজনক এই কালভার্টের বিশাল গর্তে প্রায় ছোট-বড় নানা দুর্ঘটনার শিকার হচ্ছেন পথচারীরা।
যানবাহন চালকরা জানান, হাটবাজারে কৃষিপণ্য সরবরাহ করা, হাসপাতালে রোগী নিয়ে যাতায়াত সহ জরুরি কাজে যাতায়াতের জন্য ব্যবহার করা হয় এই সড়ক। আর এই সড়কের ভাঙাকালভার্টটির এক পাশে স্থানীয়রা সিমেন্টের ঢালাই করা দুইটা পাটাতন দিয়ে অস্থায়ী ভাবে চলাচলের জন্য ব্যবস্থা করেছন।
এই পথে স্কুল, কলেজ,মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীরা ঝুঁকি নিয়ে যাতায়াত করছে । প্রাণঘাতী কোন দুর্ঘটনা ঘটার আগে খুব দ্রত এখানে একটি নতুন কালভার্ট মেরামতের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
মথুরাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান লিটন জানান, কালভার্টটি ভেঙে এখন নাজেহাল অবস্থা। এখানে ভেঙে গর্ত তৈরি হওয়ায়
কমলমতি ছাত্র-ছাত্রীদের স্কুলে যাতায়াতে সমস্যা পোহাতে হয়। মোটরসাইকেল ও বিভিন্ন যানবাহনে ঝুঁকি নিয়ে যাত্রীরা আসা-যাওয়া করে। এটি খুবই ঝুঁকিপূর্ন, দ্রুত সংস্কারের জন্য উর্ধতন কতৃপক্ষকে বিষয়টি জানানো হবে।
এবিষয়ে উপজেলা প্রকৌশলী সুমন দেবনাথের সাথে মুটোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।