বাংলার ভোর প্রতিবেদক
দাতা সংস্থা ইউরোপিয়ান ইউনিয়ন, ইউএনডিপি ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে বাস্তবায়িত বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় গ্রাম আদালত প্রশিক্ষক প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে।
শনিবার যশোর জেলা প্রশাসনের উদ্যোগে জেলার আট উপজেলার উপজেলা রিসোর্স টিমের (ইউএনও, এসি ল্যান্ড, ওসি, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা, উপজেলা যুব উন্নয়ণ কর্মকর্তা ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা) সদস্যদের অংশগ্রহণে দুই ব্যাচে দুই দিনব্যাপি এ প্রশিক্ষণ শুরু হয়েছে।
প্রশিক্ষণের উদ্বোধন পর্বে স্থানীয় সরকার উপপরিচালক রফিকুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। তিনি স্থানীয়ভাবে বিরোধ নিস্পত্তিতে এবং কোর্ট কাচারীর মামলার চাপ কমাতে গ্রাম আদালতের গুরুত্ব তুলে ধরে প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ কোর্সে সক্রিয়ভাবে অংশগ্রহণের নির্দেশনা প্রদান করেন। সঞ্চালনা করেন প্রকল্পের জেলা ম্যানেজার অ্যাড. মহিতোষ কুমার রায়।
প্রশিক্ষণে জেলার আট ৮ জন ইউএনও, ৮ জন এসি ল্যান্ড, ৮ জন অফিসার ইনচার্জ, ৮ জন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, ৮ জন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও ৮ জন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা অংশগ্রহণ করেন।-প্রেস বিজ্ঞপ্তি