ঝিকরগাছা সংবাদদাতা
মঙ্গলবার ও বুধবার পৃথক দুটি অভিযানে ঝিকরগাছা উপজেলার বাঁকড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি এবং গদখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদককে গ্রেপ্তার করেছে ঝিকরগাছা থানা পুলিশ।
এ ব্যাপারে তাদের বিরুদ্ধে ১৩(১২)২৪ ধারায় মামলা করে বুধবার দুপুরে কোর্টে সোপর্দ করা হয়েছে।
ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ বাবলুর রহমান খান জানান, বুধবার সকালে বাঁকড়া বাজার থেকে বাঁকড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আবুল কালাম আজাদকে এবং মঙ্গলবার রাতে গদখালি বাজার থেকে গদখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলামকে গ্রেফতার করা হয়।
আটকদের বিরুদ্ধে ঝিকরগাছা থানায় ১৩(১২) ২৪ ধারায় মামলা দায়ের করে বুধবার দুপুরে যশোর কোর্টে সোপর্দ করা হয়েছে।