বাংলার ভোর প্রতিবেদক
বিজ্ঞানমনস্ক জাতি গঠনের দৃঢ় প্রত্যয়ে দেশব্যাপি নিবন্ধিত বিজ্ঞান ক্লাব পরিদর্শনের অংশ হিসেবে শনিবার খুলনা বিভাগের অন্যতম বিজ্ঞান চর্চা কেন্দ্র জে.সি.বি বিজ্ঞান ক্লাব পরিদর্শন করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের কিউরেটর মাসুদুর রহমান। যশোর শহরের আরবপুরস্থ ক্লাবের অস্থায়ী কার্যালয়ে এই পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ক্লাব পরিদর্শনের শুরুতে জে.সি.বি বিজ্ঞান ক্লাবের বিগত পাঁচ বছরের কার্যক্রমের একটি তথ্যচিত্র উপস্থাপন করা হয়। প্রধান অতিথি তার বক্তব্যে বিজ্ঞান ক্লাবগুলো নিয়ে প্রচলিত নেতিবাচক ধারণার বিপরীতে জে.সি.বি বিজ্ঞান ক্লাবের বিজ্ঞান জনপ্রিয়করণের লক্ষ্যে গৃহীত বিভিন্ন কর্মসূচির ভূয়সী প্রশংসা করেন।
তিনি বলেন, সারাদেশে বিজ্ঞান ক্লাব নিয়ে যখন নানা রকম নেতিবাচক আলোচনা শোনা যায়, তখন জে.সি.বি বিজ্ঞান ক্লাবের বিজ্ঞানকে মানুষের কাছে পৌঁছে দেয়ার আন্তরিক প্রচেষ্টা সত্যিই প্রশংসার যোগ্য।
জে.সি.বি বিজ্ঞান ক্লাবের সভাপতি সাজিন আহম্মেদ জয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভার ব্যবস্থাপনায় ছিলেন ক্লাবের আহ্বায়ক মাহমুদুল হাসান মেহেদী এবং সঞ্চালনায় ছিলেন ফারিহা খাঁন ঝিলিক। সভায় ক্লাবের অন্যান্য সংগঠক ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ক্লাবের পক্ষ থেকে প্রধান অতিথির হাতে সম্মাননা স্মারক ও উপহার তুলে দেওয়া হয়। পরবর্তীতে, প্রধান অতিথি পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সাজিন আহম্মেদ জয় বলেন, নিবন্ধিত ক্লাবসমূহ পরিদর্শনের এই উদ্যোগ আমাদের কাজের উৎসাহ অনেক বাড়িয়ে দেবে এবং বিজ্ঞান চর্চায় আরও বেশি নিবেদিত হতে অনুপ্রাণিত করবে।