বাংলার ভোর প্রতিবেদক
জামায়াতে ইসলামী যশোর শহর শাখার উদ্যোগে দাওয়াতি পক্ষ উপলক্ষে গণসংযোগ, সহযোগী সদস্য সংগ্রহ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দিনব্যাপি শহরের ঈদগাহ মোড়ে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি বেলাল হুসাইন।
শহর শাখার সভাপতি অধ্যাপক শামসুজ্জামানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জেলার সহকারী সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস, অফিস সম্পদক নূর ই আলী আল মামুন, অধ্যাপক আবুল হাশিম রেজা, শহর সেক্রেটারি ইমরান হোসাইন, গাজী মুকিতুল হক, তৌহিদুর রহমান, অ্যাডভোকেট আব্দর রহমান সোহাগ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে সহকারী সেক্রেটারি বেলাল হুসাইন বলেন, দাওয়াতি পক্ষ উপলক্ষে যশোর জেলার প্রতিটি পেশাজীবী, শিক্ষিত যুবক ও সমাজ সচেতন মানুষের মাঝে ইসলামী আন্দোলনের দাওয়াত পৌঁছে দিতে হবে।
সহযোগী সদস্য সংগ্রহের মাধ্যমে সংগঠনকে শক্তিশালী করা এবং ইসলামী সমাজ গঠনে জনগণকে উদ্বুদ্ধ করতে হবে। তাই দাওয়াতি কার্যক্রম বাড়িয়ে ইসলামী আদর্শ ও মানবিক শাসনব্যবস্থার প্রয়োজনীয়তা মানুষের মাঝে ছড়িয়ে দেয়ার আহবান জানিয়েছেন তিনি।