বাংলার ভোর প্রতিবেদক
যশোর চাচড়া রূপদিয়া গ্রামে স্বপন বিশ্বাসের বাড়িতে একটি লাউয়ের মাচায় একবোঁটায় অনেক লাউ ধরেছে। আর এই লাউ লাউ দেখতে প্রতিদিনই তার বাড়িতে ভিড় করছেন উৎসুক সাধারণ মানুষ।
লাউ গাছে লাউ দেখতে আসা দর্শনার্থীরা বলেন,আমরা শুনেছি একটি লাউ বোটায় অনেকগুলো লাউ ধরেছে। তাই দেখতে এসেছি তবে এক বোটায় এত লাউ সচরাচর দেখা যায় না।
লাউ গাছের মালিক স্বপন বিশ্বাস বলেন, বাজার থেকে লাউ লাউয়ের বিচ কিনে রোপণ করার কয়েক মাস পরে লক্ষ্য করি ওই লাউ গাছটিতে একটি বোটায় অস্বাভাবিকভাবে অনেকগুলো লাউ ধরেছে। ছোট লাউগুলো আস্তে আস্তে বড় হতে থাকে, তা থেকে কিছু লাউ ঝড়ে পড়ে গেছে। এখন আঙুর ফলের থোকার মতো করে এক বোটায় শোভা পাচ্ছে অনেক লাউ।
এ লাউ দেখার জন্য প্রতিদিন মানুষ আমার বাড়িতে আসছেন।
মণিরামপুর উপজেলার চালুয়াহাটি ইউনিয়নের কৃষি কর্মকর্তা ফারহানা ফেরদৌস ও মারফুল হক বলেন, এক বোটায় অনেকগুলো লাউ সচরাচর দেখা যায় না। তবে দুই লাউয়ের পাতার দূরত্ব কমে যাওয়ায় হরমোনিক কারণে অল্প জায়গায় এমন গুচ্ছ লাউ ধরে থাকতে পারে। আবার গাছটিতে নারী ফুলের সংখ্যা বেশি থাকার কারণ হতে পারে। এটি একটি ব্যতিক্রমী ঘটনা।