বাংলার ভোর প্রতিবেদক
বিদ্রোহী সাহিত্য পরিষদ (বিএসপি) ২৪৮তম মাসিক সাহিত্য সভা শুক্রবার সকাল ১০টায় অনুষ্ঠিত হয়েছে। যশোর শহরের পোস্ট অফিস পাড়ার নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত এ সাহিত্য সভায় আলোচক ছিলেন কবি আবু রাসেল, কবি রাশিদা আখতার লিলি, কবি শেখ মিজানুর রহমান মায়া, কবি সুরাইয়া শরীফ, কবি অরুণ বর্মণ।
বিএসপির সভাপতি কবি আহমদ রাজুর সভাপতিত্বে কবিতা পাঠ ও আলোচনায় অংশ নেন সংগঠনের সাবেক সভাপতি কবি আবু দাউদ মোসলেহ উদ্দিন রতন, আতিয়ার রহমান, অ্যাড. মাহমুদা খানম, দীনেশ মন্ডল, রবিউল হাসান, এ. এফ. এম মোমিন যশোরী, আহমেদ মাহবুব ফারুক, নূরজাহান আরা নীতি, কাজী নূর, রেজাউল করিম রোমেল, সঞ্জয় নন্দী, সানজিদা ফেরদৌস, শরীফ হোসেন ধীমান প্রমুখ।
মহান মে দিবসের সকল শহীদের আত্মার প্রতি অনুষ্ঠানে নিবেদিত কবিতাগুলো উৎসর্গ করা হয়। এছাড়া ময়মনসিংহে সাহিত্য সংসদের অফিস ভেঙে ফেলায় সভায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।