বাংলার ভোর প্রতিবেদক
স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা ‘শেকড়ের সন্ধানে’র আয়োজনে যশোরের কেশবপুরে সাহিত্য আসর অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে কেশবপুর বাজারে প্যারামেডিকেল এণ্ড টেকনোলজি ফাউণ্ডেশন (পিটিএফ) মিলনায়তনে ‘সুশীল সমাজ গঠনে করণীয় ও আর্তমানবতার কল্যাণে আমাদের ভূমিকা’ শীর্ষক সাহিত্য আসর, গ্রন্থের মোড়ক উন্মোচন, আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শেকড়ের সন্ধানে’র সভাপতি ও শ্যামকুড় মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন সংগঠনের উপদেষ্টা পরিষদের সভাপতি ও কেশবপুর প্যারামেডিকেল এণ্ড টেকনোলজি ফাউণ্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি এ. কে আজাদ ইকতিয়ার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ বেতারের গীতিকার ও কবি আবু দাউদ মোসলেহ উদ্দিন রতন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশে আন্দোলনের (বাপা) কেন্দ্রীয় সদস্য ও খুলনা বিভাগীয় সংগঠক খন্দকার আজিজুল হক মনি, যশোর জেলা আহবায়ক অধ্যাপক গোপীকান্ত সরকার, যশোর জেলা সদস্য সাংবাদিক শামসুজ্জামান স্বজন, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুল।
সাহিত্য আসরে কবিতা, ছড়া, গল্প নিয়ে আলোচনা করেন কৃষ্টিবন্ধন যশোরের সাধারণ সম্পাদক কবি এম. এ কাসেম অমিয়, উপস্থিত ছিলেন সাংবাদিক পরেশ চন্দ্র দেবনাথ, আব্দুস সালাম মুর্শেদী, লেখক কবি জাকারিয়া হোসেন, আলতাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কবি গোলাম মোস্তফা, আবৃত্তি শিল্পী কবি আব্দুল হাই হাদী, কবি তৌহিদুজ্জামান, শিক্ষক ও কবি মনিরুজ্জামান, নূর হোসেন বাঁধন প্রমুখ।
অনুষ্ঠানে কবি জাকারিয়া হোসেনের লেখা ‘কলির কাব্য’, বকুল হক রচিত ‘নির্বাক শব্দ ও রৌদ্র পরশ’, আবু দাউদ মোসলেহ উদ্দিন রতনের ‘মায়াবি চোখে’, ‘যৌবন যেন যন্ত্রণা’ ও ‘জল ভরা চোখ’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন ‘শেকড়ের সন্ধানে’র প্রতিষ্ঠাতা পরিচালক কবি শেখ মিজানুর রহমান মায়া।