বাংলার ভোর প্রতিবেদক
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে আলোচনা সভা ও কেক কাটা হয়েছে।
শনিবার বিকেলে পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়ন ও অগ্রণী ব্যাংক কর্মচারী কল্যাণ সমিতির যৌথ উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কার্যালয় চত্বরে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় শ্রমিক দলের সহসভাপতি ফারাজী মতিয়ার রহমান।
বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মহিলা দলের সদস্য ফিরোজা বুলবুল কলি, কেন্দ্রীয় শ্রমিক দলের সহসভাপতি আব্দুল মান্নান ও ফরিদ আহম্মেদ ছিদ্দিকী।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি আবু জাফর, সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহবুদ্দিন, যুগ্ম সম্পাদক আরিফুর রহমান খোকন এবং জেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম।
সভা সঞ্চালনা করেন জেলা শ্রমিক দলের যুগ্ম সম্পাদক আক্তার হোসেন। আলোচনা শেষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।