মাগুরা সংবাদদাতা
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের মাগুরা আগমন উপলক্ষে এক বর্ণাঢ্য পথসভা অনুষ্ঠিত হয়েছে।
ইটখোলা বাজারে জেলা কৃষকদলের আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন কৃষিবিদ হাসান জাফির তুহিন। তিনি বলেন, কৃষকদের অধিকার আদায়ের লক্ষ্যে কৃষকদল সবসময় মাঠে ছিল, আছে এবং থাকবে।
সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল। তিনি বলেন, বর্তমান কৃষি নীতির সংস্কার এবং কৃষকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য কৃষকদল কাজ করে যাচ্ছে।
সভায় সভাপতিত্ব করেন মাগুরা জেলা কৃষকদলের সভাপতি রুবাইয়াত হোসেন খান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম হীরা।
পথসভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদ, সদস্য সচিব মনোয়ার হোসেন খান, বিএনপি নেতা মাসুদ হাসান খান কিজিল, নাজমুল হাসান লিটন, সোহেল মোল্লা প্রমুখ।