শার্শা সংবাদদাতা
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় শার্শার বাগআঁচড়ায় শোকরানা মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
রোববার বেলা সাড়ে ১১টার দিকে বাগআঁচড়ায় এ শোকরানা মিছিল হয়। মিছিলটি বাগআঁচড়া বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বড়বাজার জিরো পয়েন্ট মোড়ে গিয়ে শেষ হয়।
পরে সেখানে এক সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আজিজুর রহমান।
এ সময় তিনি বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে অন্তর্বর্তী সরকার আগেই পদক্ষেপ নিতে পারতো। কিন্তু কোন অজানা কারণে সরকার তা করেনি আজ তা আমাদের পরিস্কার। সরকারের মধ্যেই লুকিয়ে রয়েছে ফ্যাসিস্টদের দোসরদের প্রতি অনুকম্পা দেখানো চক্রান্তকারীরা।
আরও উপস্থিত ছিলেন জামায়াতের যশোর জেলা নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান, শার্শা উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা ফারুক হাসান, ঝিকরগাছা উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য হাফেজ রেজাউল ইসলাম, বাগআঁচড়া ইউনিয়ন জামায়াতের আসির মাওলানা হাবিবুল্লাহ বেলালি, সেক্রেটারি তবিবুর রহমান, শংকরপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আবুল বাসার শার্শা উপজেলা জামায়াতের তারবিয়াত (বিভাগ) সভাপতি ফিরোজ আল মাহমুদ প্রমুখ।