বাংলার ভোর প্রতিবেদক
“ফিলিস্তিনে ইসরাইলি আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদ,ছাত্র জনতার গণ বিপ্লবে সংঘটিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ঘোষণা ও সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি প্রবর্তন এবং গনকল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে সভা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ড শাখা।
শুক্রবার বেলা তিনটায় শহরের আরবপুর মোড়ে সংগঠনের ওয়ার্ড সভাপতি মাহবুবুর রহমান বাবুর সভাপতিত্বে এবং সেক্রেটারি মোহাম্মদ আবু জামান টিপুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) মাওলানা শোয়াইব হোসেন। প্রধান বক্তা ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার সভাপতি আব্দুল হালিম মিয়া। বিশেষ অতিথি ছিলেন ইসলামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অ্যাডভোকেট নূর ইসলাম নুরুল ও ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার সেক্রেটারি মোহাম্মদ আলী সরদার ।
প্রধান অতিথির বক্তব্যে বলেন, শুধু নেতার পরিবর্তন করলে হবে না সাথে নীতির সংষ্কার করতে হবে। দেশে শান্তি প্রতিষ্ঠা করতে হবে। দেশ থেকে দুর্নীতি, দুঃশাসন ও লুটপাট বন্ধ করতে হবে। ইসলামের শাসন প্রতিষ্ঠার জন্য সকল ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
এ সময় আরো বক্তব্য রাখেন, দলের জেলার প্রচার-দাওয়াহ বিষয়ক সম্পাদক ও জাতীয় শিক্ষক ফোরামের জেলা সভাপতি মো. কামরুজ্জামান, অর্থ সম্পাদক এটিএম আখতারুজ্জামান তাজু, সদর থানা সভাপতি আব্দুল মতিন বিশ্বাস, পৌর সভাপতি আব্দুর রহিম, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ জেলা সভাপতি আবুল বাশার, সেক্রেটারি গাজী শহিদুল ইসলাম, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ জেলা সভাপতি মুফতি আবুজর বিন হাফিজ, পৌর সেক্রেটারি অলিউর রহমান প্রমুখ।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, দলের জেলা শাখার ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো. আসাদুজ্জামান, সহ দপ্তর সম্পাদক প্রভাষক আশরাফুল ইসলাম, প্রভাষক শাহিনুর রহমান।