বাংলার ভোর প্রতিবেদক
খুলনার সার্কিট হাউস মাঠে শুরু হয়েছে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ। বিএনপির অঙ্গ-সংগঠন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল এ সমাবেশের আয়োজন করেছে।
সমাবেশে যোগ দিতে দুপুর থেকেই খুলনা-বরিশাল বিভাগের বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে আসতে শুরু করেন। তীব্র দাবদাহের কারণে মাঠে অবস্থান না নিয়ে তারা আশপাশের বিভিন্ন গাছের ছায়ায় আশ্রয় নিয়েছেন।
এর মধ্যে যশোরের অভয়নগর উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা বিএনপি’র নেতাকর্মীরা আসাদুজ্জামান জনি’র নেতৃত্বে মিছিল নিয়ে খুলনা রেল ষ্টেশনে অবস্থান নেন।
আসাদুজ্জামান জনি জানান, তীব্র দাবদাহের কারণে সবাইকে আশপাশের ছায়াযুক্ত স্থানে অবস্থান করতে বলা হয়।
এরপর দুপুর ২টা ৪৫ মিনিটে খুলনা বিএপি’র ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক, জননেতা অনিন্দ্য ইসলাম অমিত এর নেতৃত্বে মিছিল সহকারে সম্মেলনস্থল খুলনা সার্কিট হাউস মাঠে উপস্থিত হন।
কেন্দ্র ঘোষিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।