বাংলার ভোর প্রতিবেদক
বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি আদর্শিক ও সুশৃঙ্খল ইসলামী সংগঠন উল্লেখ করে যশোর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী অধ্যাপক গোলাম কুদ্দুস বলেছেন সমাজে অবিচার, দুর্নীতি, অপশাসন আর নৈতিক অবক্ষয় যখন চরম পর্যায়ে পৌঁছেছে। আমাদের এই সময়টা বড় কঠিন। তখন আমাদের সামনে দ্বীন কায়েমের দায়িত্ব আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। পাড়া-মহল্লায় ইসলামের সঠিক দাওয়াত পৌঁছে দিতে হবে। বর্তমান সামাজিক অনাচার, দুর্নীতি, অবিচার ও অন্যায়ের বিরুদ্ধে জনমত গঠন করতে হবে।
জামায়াতে ইসলামীর যশোর জেলার পেশাজীবী থানার উদ্যোগে আয়োজিত সহযোগী সদস্য সম্মেলন প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
রোববার যশোর শহরের পার্কভিউ হোটেল মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। পেশাজীবী থানার সভাপতি খন্দকার রশীদুজ্জামান রতনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পেশাজীবী থানার অফিস সেক্রেটারি গাউসুল আজম, তার্বিয়াত সেক্রেটারি শামসুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক রেজওয়ান হোসেন, বাবলুর রহমান প্রমুখ।
পরিশেষে দেশের সমৃদ্ধি, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং ইসলামী মূল্যবোধের আলোকে সমাজ গঠনের জন্য দোয়া অনুষ্ঠিত হয়।