খাজুরা সংবাদদাতা
যশোরের বাঘারপাড়ার চিত্রা মডেল কলেজের অবকাঠামো ও শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার কলেজ চত্বরে সুসজ্জিত মঞ্চে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন যশোর-মাগুরা জেলার সীমান্তবর্তী চারটি ইউনিয়ন থেকে আসা কয়েকশ অভিভাবক ও সুধীজনদের উপস্থিতি যেন এক মিলনমেলায় পরিণত হয়।
কলেজ প্রতিষ্ঠার পর নানা প্রতিবন্ধকতার কারণে এমন জমায়েত আগে কখনো হয়নি। এদিন ভ্যাপসা গরমে অনুষ্ঠানের ফাঁকে উপস্থিত সবাইকে শরবত পান করান শিক্ষার্থীরা। স্বস্তি ফিরে ঠাণ্ডা মাথায় দিকনির্দেশনামূলক বক্তব্য দেন অতিথিরা। গরমে স্বস্তি ফেরাতে শিক্ষার্থীদের ব্যতিক্রমী এ উদ্যোগের কথা এখন সবার মুখে মুখে। শুধু তাই নয়; সবার জন্য ছিলো মধ্যাহৃভোজেরও আয়োজন।
বেলা সাড়ে ১১টায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের সভাপতি ও যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শামীম আকতার। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন অধ্যক্ষ কহিনুর আলম।
অন্যদের মধ্যে বক্তৃতা করেন, শালিখা উপজেলার হাজরাহাটি সম্মিলনী কলেজের অধ্যক্ষ জহুরুল হক, বাঘারপাড়া উপজেলার নারিকেলবাড়িয়া ডিগ্রি কলেজের অধ্যাপক ওবায়দুর রহমান, পাঠান পাইকপাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক উজ্জ্বল কুমার, গাইদঘাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাদেব চন্দ্র মণ্ডল, বীরমুক্তিযোদ্ধা আব্দুর রউফ খান, বন্দবিলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান, সিনিয়র সহসভাপতি আনোয়ার হোসেন ভূট্টো, যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ বিশ্বাস, সাবেক ইউপি সদস্য আব্দুল আলিম, শালিখা উপজেলা বিএনপি নেতা রেজাউল ইসলাম ঢালী, শতখালী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল গফুর, সীমাখালী বাজার কমিটির সভাপতি খাজা মঈনুদ্দিন, শতখালী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি বশির হাসান, চতুরবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হারুন-অর-রশিদ, শতখালী দাখিল মাদরাসার সুপার হাফিজুর রহমান ও ছান্দড়া দাখিল মাদরাসার সুপার আবুল হাসান। মতবিনিময় সভা পরিচালনা করেন চিত্রা মডেল কলেজের প্রভাষক রুস্তম আলী।