বাংলার ভোর প্রতিবেদক
যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা-সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। রোববার সকালে কলেজের আব্দুল হাই কলা ভবনের ২১৩ নম্বর রুমে ছিল এ আয়োজন। অনুষ্ঠানের শুরুতে ধর্মগ্রন্থ কুরআন শরীফ থেকে পাঠ করেন কলেজটির বাংলা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শাকিল হোসেন ও গীতা পাঠ করেন হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রিপা চন্দ্রা।
পরে স্বাগত বক্তব্য দেন অনুষ্ঠানের সভাপতি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও রবীন্দ্র-নজরুল জন্মবার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক মুকুল হায়দার। প্রধান অতিথির বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর আখতার হোসেন। এ সময় বক্তারা কাজী নজরুল ইসলাম ও রবীন্দ্রনাথ ঠাকুরের বর্ণাঢ্য জীবন সম্পর্কে আলোকপাত করেন।
অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন কলেজের বাংলা বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান প্রফেসর ডা. মোস্তাফিজুর রহমান।
এ ছাড়া অনুষ্ঠানে ছাত্র প্রতিনিধিদের মধ্যে বক্তব্য দেন কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক শেখ হাসান ইমাম, সদস্য সচিব কামরুল ইসলাম, ইসলামী ছাত্রশিবিরের সভাপতি রাসেল ফারহান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলা শাখার মুখপাত্র ফাহিম আল ফাত্তাহ, যুগ্ম আহ্বায়ক আব্দুল হাকিম।
আলোচনা সভা শেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে কাজী নজরুল ইসলাম ও রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত বিভিন্ন গান পরিবেশন করে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন কলেজটির ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক বিধান ভদ্র।