বাংলার ভোর প্রতিবেদক
শুক্রবার ঈদের ষষ্ঠ দিনে যশোর শহরের ব্যস্ততম প্যারিস রোডের একাংশ যেন এক অস্থায়ী ফলের বাজারে রূপ নেয়। থরে থরে সাজানো মৌসুমি ফল দেখে প্রথমে পথচারীরা ভেবেছিলেন এটি বুঝি কোনো নতুন ফলের দোকান। কিন্তু একটু কাছে যেতেই আসল চিত্রটা পরিষ্কার হয়ে ওঠে। এটা কোনো দোকান নয়, বরং মানবিকতা ও ভালোবাসায় গড়া এক অনন্য আয়োজন।
রিকশাচালক, ভ্যানচালক, ইজিবাইক চালক কিংবা দিনমজুরদের মুখে এক চিলতে হাসি ফোটাতে ভিন্নধর্মী এক আয়োজন করে যশোরের স্বেচ্ছাসেবী সংগঠন ‘সামাজিক সচেতন সংস্থা’ (সাসস)। সাসস-এর উদ্যোগে ঈদ পুনর্মিলনী উপলক্ষে পাঁচ ধরনের মৌসুমি ফল দিয়ে প্রায় ৫শ’ জন শ্রমজীবী মানুষের জন্য এই ‘ফলভোজ’ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এখানে কোনো টিকিট, তালিকা বা শর্ত ছিল না। যারা এসেছেন বসেই ফল খেয়েছেন এবং প্রাণ খুলে হেসেছেন। কারো হাতে ছিল টক-মিষ্টি আম, কেউ মুখে তুলেছেন রসালো লিচু, কেউ প্লেটে নিয়েছেন জাম, আবার কেউ খাচ্ছিলেন কাঁঠাল।
সংগঠনের সদস্যরা জানান, ঈদের খুশিতে সবাই শরিক হতে পারে না। অনেকে ফল কিনে খাওয়ার সামর্থ্য রাখে না। তাদের কথা মাথায় রেখেই এই ব্যতিক্রমী আয়োজন। তাদের মূল লক্ষ্য ছিল ‘ভোগে সুখ নয়, ত্যাগের প্রকৃত সুখ’। এই আয়োজনের মধ্যদিয়ে সমাজের প্রান্তিক মানুষদের মুখে একটুখানি হাসি ফোটানোর চেষ্টা করা হয়েছে।
ব্যতিক্রমী এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাসস’র প্রধান উপদেষ্টা মফিজুল ইসলাম, উপদেষ্টা ইউনুস আলী, সংগঠনের সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, অর্থ সম্পাদক ফিরোজ আল মামুন, সাংগঠনিক সম্পাদক কাজী বাপ্পি, প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, নির্বাহী সদস্য আওয়াল হোসেন, সায়েম, মেহেদী হাসান টনি, অনিক হোসেন শুভ প্রমুখ।