বেনাপোল প্রতিনিধি
বেনাপোলের রঘুনাথপুর গ্রামে স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে বেনাপোল পোর্ট থানার সীমান্তবর্তী রঘুনাথপুর গ্রামে। পুলিশ শনিবার সকালে স্থানীয়দের কাছে খবর পেয়ে লাশ দুটি উদ্ধার করে। নিহতদের পারিবারিক জীবনে এক ছেলে এবং এক মেয়ে রয়েছে।
পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে স্বামী স্ত্রীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছেন। ঘাতক স্বামী রঘুনাথপুর গ্রামের মনিরুজ্জামান (৫২) ও তার স্ত্রী রেহেনা (৪৫)।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে মনিরুজ্জামান ও স্ত্রী রেহানার মধ্যে পারিবারিক দ্বন্দ্ব চলছিল। এর জের ধরে স্বামী মনিরুজ্জামান প্রথমে নিজ স্ত্রীর রেহেনা খাতুনকে গলাটিপে হত্যা করে পরবর্তীতে নিজে গাছের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশ এসে ঘটনাস্থল তাদের মরদেহ উদ্ধার করে।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ রাসেল মিয়া বলেন, বেনাপোলের রঘুনাথপুর গ্রামে মাঠের মধ্য থেকে স্ত্রী রেহেনা খাতুনের ও ঝুলন্ত অবস্থায় স্বামী নিরুজ্জামানের লাশ উদ্ধার করা হয়েছে।
লাশ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। স্থানীয়দের কাছে শুনে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক দ্বন্দ্বের জেরে স্ত্রীকে হত্যার পর স্বামী আত্মহত্যা করেছেন। তাছাড়া অন্য কোন বিষয় আছে কিনা তদন্ত সাপেক্ষে জানা যাবে।