বাংলার ভোর প্রতিবেদক
বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তা ড. মিজানুর রহমানকে যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি কলেজ-২ শাখা থেকে বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
পুনরাদেশ না দেয়া পর্যন্ত ড. মিজানুর রহমান নিজ বেতন ও বেতনক্রমে এই পদে বহাল থাকবেন। এর আগে তিনি ঢাকার সরকারি তিতুমীর কলেজের বাংলা বিভাগের উপাধ্যক্ষ হিসেবে কর্মরত ছিলেন।
এই নিয়োগের ফলে যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজে শিক্ষা ব্যবস্থায় নতুন গতি আসবে বলে আশা করা হচ্ছে।