বাংলার ভোর প্রতিবেদক
‘ইউনাইটেড পিপলস বাংলাদেশ’ কেন্দ্রীয় প্রতিনিধি দলের অংশগ্রহণে যশোরে অনুষ্ঠিত হয়েছে গণসংযোগ কর্মসূচি।
শনিবার বিকেল ৪টায় যশোর জজকোর্ট মসজিদের সামনে কর্মসূচির সূচনা হয়। কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দের পাশাপাশি নানা শ্রেণি-পেশার মানুষ এতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন, যা কর্মসূচিকে প্রাণবন্ত ও সফল করে তোলে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন, আপ বাংলাদেশের কেন্দ্রীয় প্রধান সমন্বয়কারী রাফে সালমান রিফাত, কেন্দ্রীয় সদস্য দ্বীন ইসলাম, দেলোয়ার হাসান শিশির, ও তাওহিদুল ইসলাম।
এছাড়াও স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে ছিলেন, শোয়াইব হোসাইন, হাবিবুর রহমান নাসির, আল মামুন লিখন, ফাহিম আল ফাত্তাহ, আরাফাত হোসেন, ফয়সাল হোসেন, তৃণা খাতুন এবং খালেদ হোসেন প্রমুখ।
নেতৃবৃন্দ তাদের বক্তব্যে ‘জুলাইয়ের আকাক্সক্ষা’ বাস্তবায়নে সবাইকে ‘আপ বাংলাদেশ’-এর সঙ্গে যুক্ত হয়ে আগামীর বাংলাদেশ নির্মাণে অংশ নেয়ার আহ্বান জানান। বক্তারা বলেন, দেশে সমতা, ন্যায়বিচার ও জনগণের অংশগ্রহণমূলক রাজনীতির ভিত্তি গড়ে তোলাই আপ বাংলাদেশের মূল লক্ষ্য।
গণসংযোগ চলাকালে সাধারণ জনগণের মধ্যে ব্যাপক আগ্রহ ও ইতিবাচক সাড়া দেখা যায়।