বাংলার ভোর প্রতিবেদক
যশোর নগর মহিলা দলের ৫ এবং ২ নম্বর ওয়ার্ড শাখার আয়োজনে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পৃথক দুটি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম।
সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক খুলনা বিভাগ অনিন্দ্য ইসলাম অমিত।
পালবাড়ি তেঁতুলতলা এলাকায় অনুষ্ঠিত ৫ নম্বর ওয়ার্ডের সমাবেশে সভাপতিত্ব করেন অধ্যাপক শিউলি ইয়াসমিন এবং ২ নম্বর ওয়ার্ড শাখার আয়োজনে আর এন রোড সন্দীপন প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন নারী নেত্রী প্রভাষক জিন্নাত আরা।
পৃথক দুটি সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, নগর বিএনপির সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, জেলা মহিলা দলের সভাপতি রাশিদা রহমান, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মানিক প্রমুখ।