বাংলার ভোর প্রতিবেদক
যশোর পৌরসভা এলাকার স্থগিত হওয়া তিনটি ওএমএম ডিলার নিয়োগ প্রক্রিয়া লটারির মাধ্যমে সম্পন্ন হয়েছে। বুধবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে এই লটারি করা হয়। জেলা প্রশাসক আজাহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা খাদ্য নিয়ন্ত্রক সেফাউর রহমান, ভোক্তা অধিদপ্তর যশোরর সহকারী পরিচালক সেলিমুজ্জামান প্রমুখ।
লটারিতে ৬ নম্বর ওয়ার্ডের ৭ জনের মধ্যে লটারিতে ডিলার মনোনীত হন শাহ নেওয়াজ। ৭ নম্বর ওয়ার্ডে ২৪ জনের মধ্যে লটারিতে জয় লাভ করেন রিয়েল দাউদ। ৮ নম্বর ওয়ার্ডে ১০ জনের মধ্যে আছাদুজ্জামান জিহাদ লটারিতে ডিলার মনোনীত হন।
উল্লেখ্য, এর আগে ডিলার নিয়োগ প্রক্রিয়ায় ফ্যাসিস্ট ও আ’লীগের দোসর থাকার অভিযোগ তুলে ৬,৭ ও ৮ নম্বর ওয়ার্ডে ওএমএস ডিলার নিয়োগ প্রক্রিয়া বন্ধ রাখা হয়। অধিকতর যাচাই বাছাই ও গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের পর পুনরায় স্থগিত হওয়া ৩টি ওয়ার্ডে ডিলার নিয়োগ করা হয়েছে।