বাংলার ভোর প্রতিবেদক
যশোর শহরের মাহমুদ প্রোপেন রিফুয়েলিং স্টেশন এলাকায় অভিযান চালিয়ে ৪২০ গ্রাম ওজনের দুইটি স্বর্ণবারসহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।আটককৃত ব্যক্তির নাম জাহিদ মন্ডল (৩৬)। তিনি রাজবাড়ী জেলার পদমদী উপজেলার দোপপাড়া গ্রামের হান্নান মন্ডলের ছেলে।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে যশোর ৪৯ বিজিবির একটি টহল দল ওই এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন জাহিদকে আটক করে। পরে তার শরীর তল্লাশি করে প্যান্টের কোমরে বিশেষভাবে লুকানো অবস্থায় ৪২০ গ্রাম ওজনের ২টি স্বর্ণবার উদ্ধার করা হয়।
আটক জাহিদ প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে, ঢাকার ধোলাইপাড় এলাকার একটি চোরাচালান চক্র থেকে স্বর্ণ সংগ্রহ করে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে রওনা হয়েছিল।
উদ্ধারকৃত স্বর্ণের বাজারমূল্য প্রায় ৬১ লাখ ৭৯ হাজার ৪০ টাকা। এ ছাড়া তার কাছ থেকে একটি মোবাইল ফোন (মূল্য ১৫ হাজার টাকা) উদ্ধার করা হয়। সব মিলিয়ে সিজারের মোট মূল্য দাঁড়ায় ৬১ লাখ ৯৪ হাজার ৪০ টাকা।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, সীমান্ত এলাকায় মাদক, স্বর্ণ, রুপি, ডলার, হুন্ডি ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও নিয়মিত অভিযান জোরদার করা হয়েছে। এই ধারাবাহিকতায় তারা গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করছে।
আটককৃত আসামির বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান বিজিবি কর্মকর্তারা।