বাংলার ভোর প্রতিবেদক
বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে বুধবার সকালে যশোরে র্যালি করা হয়েছে। ‘সংঘবদ্ধ অপরাধ মানব পাচার, বন্ধ হোক শোষণের অনাচার’ প্রতিপাদ্যে জেলা প্রশাসনের উদ্যোগে এ র্যালির আয়োজন করা হয়।
যশোর কালেক্টরেট ভবন চত্বরে প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে র্যালির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কমলেশ মজুমদার।
এ সময় উপস্থিত ছিলেন রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয়কৃষ্ণ মল্লিক, জনশক্তি ও কর্মসংস্থান অধিদপ্তরের সহকারী পরিচালক শাহরিয়ার হাসান, গ্রামের কাগজের বার্তা সম্পাদক সরোয়ার হোসেন, অ্যাডভোকেট তাহমিদ আকাশ,
রুপান্তরের প্রোগ্রাম অফিসার উজ্জল কুমার পাল, সিটিপি মেম্বর শামসুজ্জামান সজন, এডাবের সহসভাপতি শাহজান নান্নু প্রমুখ। র্যালিটি কালেক্টরেট চত্বর থেকে শুরু হয়ে রাইটস যশোরের কার্যালয়ের গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।