বাংলার ভোর প্রতিবেদক
বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, বিএনপি একটি বৈষম্যহীন মানবিক বাংলাদেশ গড়তে চায়। যেখানে রাষ্ট্রের সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত হবে। তার জন্য অতি দ্রুত সময়ের মধ্যে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন প্রয়োজন। সেই নির্বাচনের মাধ্যমে গঠিত সরকার আমাদের চাওয়া পাওয়াগুলো নিশ্চিত করবে।
জুলাই আগস্টের গণঅভ্যুত্থান ও শহীদদের স্মরণে ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ( ড্যাব) যশোর জেলা শাখা আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
শনিবার যশোর সদর উপজেলা বিএনপির সহযোগিতায় চাচড়া-ভাতুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অধ্যাপক নার্গিস বেগম আরও বলেন, বিএনপি কখনোই ক্ষমতায় যাওয়ার মানসিকতা নিয়ে রাজনীতি করে না। জনগণের সেবক হওয়ার মানসিকতা নিয়ে রাজনীতি করে। যে কারণে জনগণের যে কোন সংকটে বিএনপির প্রতিটা নেতাকর্মী তাদের পাশে দাঁড়ায়।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক খুলনা বিভাগ অনিন্দ্য ইসলাম অমিত।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সহ সভাপতি অধ্যাপক আব্দার হোসেন খান, সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, ড্যাব যশোর জেলা শাখার নেতা আবু আহসান লাল্টু, মেজবাউর রহমান, ফারুক এহতেশাম পরাগ, শরিফুল আলম খান প্রমুখ। ফ্রি মেডিকেল ক্যাম্পে ৪০ জন বিশেষজ্ঞ চিকিৎসক সেবা প্রদান করেন।