যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অ্যান্টি-ড্রাগ সোসাইটির সমন্বয়ে মানসিক সুস্থতা এবং আসক্তি প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুর ২টায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অফিস অব দ্য ডিরেক্টর স্টুডেন্ট কাউন্সিলিং অ্যান্ড গাইডেন্সের আয়োজনে ও আহ্ছানিয়া মিশন মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র যশোরের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে এই অনুষ্ঠান হয়।
বিশ্ববিদ্যালয়ের ছাত্রপরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. রফিউল হাসানের সভাপতিত্বে ও আহ্ছানিয়া মিশন মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র যশোরের ব্যবস্থাপক সৈয়দ মিজানুর ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আব্দুল মাজিদ। বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ প্রফেসর ড. হোসেন আল মামুন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের উপ-পরিচালক আসলাম হোসাইন। মূল আলোচক ছিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের সিনিয়র সাইকোলজিস্ট ও আসক্তি বিষয়ক বিশেষজ্ঞ রাখী গাঙ্গুলী।
এসময় বক্তারা মানসিক স্বাস্থ্য ভাল রাখার উপায় এবং কিভাবে বিভিন্ন আসক্তি থেকে দূরে থাকা যায় তার পদ্ধতি সম্পর্কে আলোচনা করেন। এছাড়াও শিক্ষার্থীদের মানসিক সুস্থতা রক্ষার গুরুত্ব এবং মাদকের ভয়াবহ প্রভাব নিয়ে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সাংবাদিক, সুশীলসমাজের প্রতিনিধিসহ প্রায় ২ শত শিক্ষার্থী অংশগ্রহণ করেন।-প্রেস বিজ্ঞপ্তি