বাংলার ভোর প্রতিবেদক
ভয় সংক্রামক, ভয় ভাইরাস মতো। ভয় দূর করতে হলে আমাদের একসাথে থাকতে হবে। সাহিত্য সংস্কৃতির বিকাশে একসাথে কাজ করতে হবে। খেয়াল করে দেখবেন যারা সাহিত্য সংস্কৃতি, সুর নিয়ে কাজ করে তারা কোন অপরাধে জড়ায় না। তাই আপনার সন্তানদের সুর শেখান, খেলাধুলা শেখান, ছবি আঁকা শেখান। এছাড়া যশোরকে বলা হয়ে থাকে সাহিত্য সংস্কৃতির রাজধানী। এজন্য যশোরবাসীকে পিছিয়ে থাকলে চলবে না।
শুক্রবার জেলা শিল্পকলা একাডেমি যশোর মিলনায়তনে সুরধুনী সংগীত নিকেতনের সনদপত্র বিতরণকালে উপস্থিত অতিথিবৃন্দ এসব কথা বলেন।
সুরধুনী সংগীত নিকেতনের সভাপতি অর্দ্ধেন্দু প্রসাদ বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঝিনাইদহের কোটচাঁদপুর সরকারি মোশাররফ হোসেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এম আমানুল্লাহ। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নৃত্যগুরু সঞ্জীব চক্রবর্তী। আলোচক হিসেবে বক্তব্য রাখেন সংস্কৃতি পরিষদ বাংলাদেশের সহসভাপতি বাসুদেব বিশ্বাস, সুরধুনী সংগীত নিকেতনের সভাপতি হারুন অর রশিদ, সুরধুনী সংগীত নিকেতনের সাধারণ সম্পাদক অ্যাড. মাহমুদ হাসান বুলু। এর আগে মঞ্চে নৃত্য, গান, আবৃত্তিসহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।