বাংলার ভোর প্রতিবেদক
যশোর সদর উপজেলার রাজারহাট এলাকায় অবস্থিত নামেজ সরদার মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম নামেজ সরদারের রুহের মাগফিরাত কামনায় এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বিদ্যালয় অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের সভাপতি মুন্সী নাজমুল হোসেন দোয়া মাহফিল পরিচালনা করেন। তিনি মরহুম নামেজ সরদার এবং তার পরিবারের বিদ্যালয় প্রতিষ্ঠায় অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।
অনুষ্ঠানে মরহুমের পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন দেলোয়ার হোসেন সরদার, বজলুর রহমান সরদার, লিয়াকত হোসেন সরদার, নেয়ামত হোসেন সরদার, স্বপন হোসেন সরদার, ইসমাইল হোসেন আশিক এবং জিয়া উদ্দিন সুমন।
এছাড়াও, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিসুর রহমান সিকদার, সহকারী প্রধান শিক্ষক সুজায়েদ হোসেন, সিনিয়র শিক্ষক শেখ রহমত উল্লাহ, শেখ আহসান আলী ও জাকির হোসেন সহ অন্য শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থীরা এই দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।