যশোর জেলা তথ্য অফিসের উদ্যোগে সোমবার সকালে যশোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম’’ শীর্ষক প্রকল্পের আওতায় গার্লস গাইড ও বাংলাদেশ স্কাউটস ভলেন্টিয়ারদের নিয়ে এক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম এবং সভাপতিত্ব করেন সিনিয়র তথ্য অফিসার রেজাউল করিম। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আগামী ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত জেলায় টায়ফয়েড টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সি সকল শিশুদের বিনামূল্যে ১ ডোজ টায়ফয়েড টিকা প্রদান করা হবে এবং যশোর জেলায় ৭ লাখের উপর শিশুদের এই কার্যক্রমের আওতায় আসবে। এ কাজে গার্লস গাইড ও বাংলাদেশ স্কাউটস ভলেন্টিয়ারদের গুরুত্বপূর্ণ ভুমিকা রয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন মাসুদ রানা, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল হাসান, জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন, গণযোগাযোগ অধিদপ্তরের উপপরিচালক নাছিমা বেগম, জেলা স্কাউটস সম্পাদক রবিউল ইসলাম, জেলা গার্লস গাইড সম্পাদক চাঁদ সুলতানা ও খুলনা অঞ্চলের স্কাউটের সহকারী পরিচালক দয়াময় হালদার। ওরিয়েন্টেশনে জেলার আট উপজেলার ৪৫ জন গার্লস গাইড ও বাংলাদেশ স্কাউটস ভলেন্টিয়ার অংশগ্রহণ করেন।- প্রেস বিজ্ঞপ্তি