কোটচাঁদপুর সংবাদদাতা
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন ধানের শীষ কারো ব্যক্তিগত সম্পত্তি নয়। ঝিনাইদাহ-৩ আসনের ধানের শীষ প্রতীকের মনোনয়ন চাইবো আমি, দল আমাকে দিলে আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন। আমাকে না দিয়ে দল যাকে দিবে আমরা সবাই তার হয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করবো। ধানের শীষ শুধু প্রতীক নয়, এটি গণতন্ত্র ও জনগণের অধিকার আদায়ের প্রতীক। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আস্থার প্রতীক।
বুধবার কোটচাঁদপুর উপজেলায় নির্বাচনী গণসংযোগ কালে এসব কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, ইতিমধ্যে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা হয়েছে। আগামী ফেব্রুয়ারি মাসেই নির্বাচন হবে। আপনারা সবাই প্রস্তুত থাকুন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে আগামী জাতীয় সংসদ নির্বাচন।
গণসংযোগকালীন তিনি অসুস্থ বিএনপির নেতৃবৃন্দের বাড়ি বাড়ি গিয়ে শারীরিক খোঁজখবর। প্রয়াত নেতাকর্মীদের কবর জিয়ারত। মরহুম পৌর চেয়ারম্যান এ কে এম সিরাজুল হক সিরুমিয়া ফুটবল টুর্নামেন্ট ও শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে মন্দির পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান করেন।
এ সময় জেলা বিএনপির উপদেষ্টা ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ মিয়া, জেলা বিএনপির সহ-সভাপতি আবু বকর বিশ্বাস, কোটচাঁদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র এসকেএম সালাহউদ্দিন বুলবুল সিডল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম, সরকারি খন্দকার মোশাররফ হোসেন কলেজের সাবেক ভিপি আব্দুর সবুর খানসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল, কৃষকদলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।