শ্যামনগর সংবাদদাতা
সাতক্ষীরার শ্যামনগর উপজেলাধীন কাশিমাড়ী ইউনিয়ন বিএনপির দুই শতাধিক সদস্যকে ভোটার তালিকা থেকে বাদ দেয়ায় দ্বি-বার্ষিক ওয়ার্ড সম্মেলন নিয়ে বিশেষ একটি পক্ষকে সুবিধা দেয়ার প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার কাশিমাড়ী ইউনিয়ন বিএনপির আয়োজনে উপজেলা প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শেষে প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বঞ্চিত আলমগীর হোসেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আব্দুল গনি, শফিকুল গাজী, মুনসুর মোল্লা, মাসুদ রানা, শফিকুল মোল্লা, অলিউর রহমান, আব্দুল গফফার ও সেলিনা খাতুন প্রমুখ।
সংবাদ সম্মেলনে সাতক্ষীরা-৪ আসনের টিম প্রধান তাজকিন আহমেদ চিশতীর বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট, স্বেচ্ছাচারিতা ও অগঠনতান্ত্রিক কর্মকাণ্ডসহ ইউনিয়ন বিএনপির দুই শতাধিক সদস্যকে দলীয় ভোটার তালিকা থেকে বাদ দেয়ায় দ্বি-বার্ষিক ওয়ার্ড সম্মেলন স্থগিত করার দাবি করা হয়। স্বচ্ছতা ও নিরপেক্ষতার নিরিখে বিএনপির দলীয় ভোটার তালিকা প্রণয়ন করে কাশিমাড়ী ইউনিয়নে ওয়ার্ড সম্মেলনের দাবি করা হয়।
এ সময় দাবি করা হয় কিছু কতিপয় হাইব্রিড নেতার হস্তক্ষেপে ত্যাগি ও দীর্ঘদিন আওয়ামী লীগের দ্বারা নির্যাতিত নেতাকর্মীদের বাদ দিয়ে অসম্পূর্ণ খসড়া ভোটার তালিকা তৈরি করা হয়েছে। যা সাধারণ নেতাকর্মীদের মনে শঙ্কা সৃষ্টি করেছে।
এমন অবস্থায় বার বার টিম প্রধান তাসকিন আহমেদ চিশতির কাছে অভিযোগ করা হলেও তা আমলে না নিয়ে একধরনের একপাক্ষিক সিদ্ধান্ত নেয়া হচ্ছে। যা তৃণমূল সাধারণ নেতাকর্মীদের মনে হতাশা সৃষ্টি করছে।
এ প্রেক্ষিতে সংবাদ সম্মেলনে আগামী ৪ অক্টোবর কাশিমাড়ি ইউনিয়ন বিএনপির ওয়ার্ড কাউন্সিলর সম্মেলন স্থগিত করে ত্যাগি, নির্যাতিত নেতাকর্মীদের ওয়ার্ড কাউন্সিল সম্মেলনে ভোটার অধিকার ফিরিয়ে দেয়ার দাবি করা হয়।
পরে বৈরি আবহাওয়া উপেক্ষা করে কয়েকশত পুরুষ ও নারীর উপস্থিতিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।