বাংলার ভোর প্রতিবেদক
ইকো ইউএসএ’র সহযোগিতায় ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ সাহায্য সংস্থার ব্যবস্থাপনায় যশোরের রামনগরে ৩০০ জন মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
যশোর জেলা প্রতিনিধি মুন্সি নাজমুলের সার্বিক তত্বাবধানে রামনগরের ৬ টি মাদ্রাসার এতিম ও অসহায় শিশুদের এবং স্থানীয় গরীব, দুস্থ ও অসহায় মানুষের মাঝে এই খাদ্য বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সংস্থার ঢাকা অফিসের প্রতিনিধি রাকিবুল হক রিমন, জেলা সহকারী প্রতিনিধি সাহাজুর রহমান, ইমতিয়াজ আহমেদ এরশাদ, হাফেজ রকিবুল ইসলাম, নাজমুল হাসান, ফারুক হোসেন, রমজান হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জেলা প্রতিনিধি মুন্সি নাজমুল জানান দেশের বিভিন্ন স্থানে বছরে মোট ২৪ টি এই প্রোগ্রাম অনুষ্ঠিত হবে। রামনগর মোল্লাপাড়া হাফেজিয়া মাদ্রাসা ও মসজিদ মাঠে এই খাদ্য বিতরণ করা হয়।