সাতক্ষীরা সংবাদদাতা
‘শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব শিক্ষক দিবস ২০২৫ উপলক্ষে সাতক্ষীরায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার বেলা ১১ টায় জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে জেলা কালেক্টরেট চত্বর হতে বর্ণাঢ্য র্যালি বের হয়ে কালেক্টরেট চত্বর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় জেলা প্রশাসক মোস্তাক আহমেদের সভাপতিত্বে ও জেলা শিক্ষা কর্মকর্তা আবুল খায়েরের সঞ্চালনায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রিপন বিশ্বাস, সরকারি কলেজের অধ্যক্ষ আবুল হাসেম, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুহুল আমিন, আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মুফতি আখতারুজ্জামান, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আসাদুজ্জামান, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আবুল হোসেন, সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম টুকু, জেলা শিক্ষক সমিতির সভাপতি অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আমানুল্লাহ, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলাউদ্দিন, সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মোমিনুল ইসলাম শামীম, সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ প্রমুখ।
এসময় শিক্ষক, শিক্ষা কর্মকর্তা, শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন । সভায় বক্তারা বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষকরা সমাজ গঠনের মূল চালিকাশক্তি। তাই শিক্ষকদের পেশাগত মর্যাদা, প্রশিক্ষণ ও কল্যাণ নিশ্চিত করা এখন সময়ের দাবি।
অনুষ্ঠানে বিশ্ব শিক্ষক দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তারা আরও বলেন, সহযোগিতামূলক শিক্ষার পরিবেশ গড়ে তুলতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সমন্বয় অপরিহার্য।
অনুষ্ঠানে জেলা পর্যায়ে নির্বাচিত চার গুণী শিক্ষক কলারোয়া সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মারুফ কবির, কালিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যাণ্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রকৌশলী হুমায়ন কবীর, কলারোয়া উপজেলার রামভদ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনজুরুল ইসলাম এবং শ্যামনগর উপজেলার হায়বাতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমিনুর রহমানকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।