বাংলার ভোর প্রতিবেদক
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঘোপ ৩নং ওয়ার্ড শাখার উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল (১১ অক্টোবর) বিকালে শহরের নওয়াপাড়া রোডে ঘোপ মসজিদ এলাকায় এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি ঘোপ ৩নং ওয়ার্ড শাখার সভাপতি মারুফ হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নগর বিএনপির সভাপতিমন্ডলীর সদস্য আয়ূব হোসেন।
৩নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য সোহেল খানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোস্তফা আমির ফয়সাল বলেন, বিগত দিনে যারা জনগণের ভোট নেয়নি তারা যশোরের জন্য কিছু করেনি। কিন্তু বিএনপি এই অঞ্চলে উন্নয়নের রাজসাক্ষী। যশোর ২৫০ বিশিষ্ট জেনারেল হাসপাতাল, করোনারী কেয়ার ইউনিট, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শিশু হাসপাতাল, কাঠেরপুল ব্রিজ, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, যশোর মেডিকেল কলেজ, আধুনিক জজকোর্ট ভবন, সুইমিং পুল, শিল্পকলা একাডেমিসহ এই অঞ্চলে যা কিছু উন্নয়ন হয়েছে সেটি রাজনীতির অন্যতম প্রবাদপুরুষ, দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের উন্নয়নের কারিগর বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য প্রয়াত জননেতা তরিকুল ইসলামের দিয়ে। তাই থেমে উন্নয়ন পুনরায় চালু করার জন্য ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তরিকুল ইসলাম ও অধ্যাপক নার্গিস বেগমের সুযোগ্য উত্তরসূরী আমাদের নেতা অনিন্দ্য ইসলাম অমিতের হাতকে শক্তিশালী করতে হবে।
আগামী সংসদ নির্বাচনে কেন ধানের শীষে ভোট দেবে, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এলে দেশের জন্য কি করবে মানুষ এখন সেটা জানাতে চায়। এজন্য মানুষের দরজায় যেতে হবে। তাদের কাছে ভোট প্রার্থনা করতে হবে।
নেতাকর্মীদের উদ্দেশ্যে মোস্তাফা আমির ফয়সাল আরো বলেন, একটি রাজনৈতিক দলের লোকজন বাড়িতে বাড়িতে যেয়ে বলছে, অমুক মার্কায় ভোট দিলে জান্নাতে চলে যাবেন। কিন্তু বিএনপি কখনো বলে না, ধানের শীষে ভোট দিলে কবরের আজাব মাফ হয়ে যাবে। কারন জান্নাত এতো সহজ নয়। নির্দিষ্ট কোন রাজনৈতিক দল করে জান্নাতে যাওয়া যাবে না। একমাত্র আপনার আমার আমলনার উপর বিচার করে মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিতে পারেন। এসব বিষয় আমাদের মাথায় রাখতে হবে।
উঠান বৈঠকে আরো বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শামিম আকতার, নগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল বাশার সুজন। এছাড়া উপস্থিত ছিলেন নগর বিএনপির সিনিয়র সহ সভাপতি শামিম হোসেন বাদল, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আসলাম শেখ, নগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোস্তফা তরফদার রয়েল, নগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক এমদাদ শাওন, স্বেচ্ছাসেবক দল নেতা তসির আহমেদ, রাসেলুজ্জামান আশিক, জনি হক প্রমুখ।