যশোর জেলা তথ্য অফিসের আয়োজনে মঙ্গলবার সকালে “তারুণ্য নির্ভর উন্নত সমাজ বৈষম্যহীন ও জবাবদিহিমূলক বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার’র সাথে জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে নিয়মিত প্রচার কার্যক্রমের আওতায় যশোর সদরের উপশহরের সাদমান স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে এক সচেতনতামূলক নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে যশোর জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ। বিশেষ অতিথি ছিলেন সাদমান স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার সাদিয়া শারমিন। অনুষ্ঠানে বাল্যবিয়ে প্রতিরোধ, নারীর ক্ষমতায়ন, কর্মমুখী শিক্ষা ও দক্ষতা উন্নয়ন, সরকারের সামাজিক নিরাপত্তা কার্যক্রম, শিশুর শিক্ষা ও পরিচর্যা, ডেঙ্গু প্রতিরোধ, টইফয়েড টিকাদান কর্মসূচি ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠান অর্ধশতাধিক নারী উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি
শিরোনাম:
- সন্তানের চিকিৎসায় ব্যকুল অভিভাবক
- তফসিল ঘোষণা : স্বাগত জানিয়ে যশোরে বিএনপির মিছিল
- এনবিআর সদস্য’র সাথে যশোর চেম্বার নেতৃবৃন্দের মতবিনিময়
- মণিরামপুরে শান্তির সুবাতাস বহমানের ব্যবস্থা করা হবে : শহীদ ইকবাল
- দেশের স্বার্থ জলাঞ্জলিদানকারীদের ক্ষমতায় আসতে দেয়া হবে না : নার্গিস বেগম
- চৌগাছায় প্রয়াত বিএনপি নেতার কবর জিয়ারত করলেন জহুরুল ইসলাম
- যশোরে ইয়াবাসহ নারী আটক
- যশোরে শিশুদের শীত পোশাক দিল ‘ইমপেক্ট ইনিশিয়েটিভ’

