কালিগঞ্জ সাংবাদদাতা
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনসহ সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাতক্ষীরা-৩ আসনে (কালিগঞ্জ-আশাশুনি) থেকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক ডা. শহিদুল আলম।
বৃহস্পতিবার বেলা দেড়টায় কালিগঞ্জের নলতা চৌমুহনী এলাকায় অবস্থিত ডা. শহিদুল আলমের নিজস্ব বাসভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় বিএনপি’র ত্যাগী নেতা গরীবের ডাক্তার খ্যাত অধ্যাপক ডা. শহিদুল আলম বলেন, দেশ এখন ক্রান্তিকাল অতিক্রম করছে। এ অবস্থা থেকে উত্তরণের জন্য দেশে গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অপরিহার্য হয়ে উঠেছে। বর্তমান অন্তর্বর্তী সরকার আগামী বছরের ফেব্রুয়ারীতে নির্বাচন অনুষ্ঠানের প্রক্রিয়া শুরু করলেও দুই একটি রাজনৈতিক দল এটাকে বাধাগ্রস্ত করার পায়তারা চালাচ্ছে। অংশগ্রহণমূলক নির্বাচনের মধ্য দিয়ে দেশ যাতে গণতান্ত্রিক ধারায় ফিরতে পারে এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে একটি সুখী সম্মৃদ্ধিশীল দেশ গড়া যায় সে ব্যাপারে তিনি গণমাধ্যমকর্মীসহ দেশের সকল সচেতন নাগরিক সমাজকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
মতবিনিময় সভায় কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, সহ-সভাপতি সহকারী অধ্যাপক জেহের আলী, সাধারণ সম্পাদক সহকারী শিক্ষক আবু হাসান, সদস্য শেখ শরিফুল ইসলাম, মানবজমিনের স্টাফ রিপোর্টার এসএম বিপ্লব হোসাইন, নলতা শরীফ প্রেসক্লাবের সভাপতি মীর জাহাঙ্গীর হোসেন, সহ-সভাপতি গাজী জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক মামুন বিল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাংবাদিক লতিফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মীর্জা ইয়াসিন আলী, নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান পাড়, আশাশুনি উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক খায়রুল আহসান, আশাশুনি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শাহরিয়ার জামান, নলতা ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত সভাপতি কিসমাতুল বারী, সাধারণ সম্পাদক মিলন সরকার, সাংগঠনিক সম্পাদক ইয়াকুব আলী খাঁন, উপজেলা যুবদলের সদস্য সচিব শেখ আব্দুল আজিজ, সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সদস্য রাজু আহম্মেদ জাকির, আবু হাসান, কালিগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবু ফরহাদ সাদ্দাম, সদস্য সচিব শেখ পারভেজ ইসলাম, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো. বাপ্পি হোসেন, রোকেয়া মনসুর মহিলা কলেজের প্রভাষক আওছাফুর রহমান, আশাশুনি উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক ওয়াসিম আকরাম, সদস্য সচিব সবুজ হোসেন, নলতা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামীম পারভেজ, সদস্য সচিব অলিদ হোসেন, নলতা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আফজাল হোসেন, সাধারণ সম্পাদক সেলিম হোসেন, সাংগঠনিক সম্পাদক ইমন হোসেন প্রমুখ।
 
		 

