শরণখোলা সংবাদদাতা
‘দেশ ও জাতি বদলাতে একমাত্র শিক্ষকরাই অগ্রণী ভূমিকা পালন করতে পারে এটা আমি বিশ্বাস করি’। শরণখোলার সর্বস্তরের শিক্ষকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলে বিএনপির কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. এবিএম ওবায়দুল ইসলাম।
শুক্রবার বিকেল সাড়ে চারটায় উপজেলার রায়েন্দা সরকারি পাইলট হাই স্কুল মিলনায়তনে বি কে মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মতিয়ার রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট ফারহানা জাহান নিপা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলাল হোসেন মিলন, মোড়েলগঞ্জ রওশন আরা স্মৃতি ডিগ্রি মহিলা কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর আল আজাদ, বিএনপি নেতা আব্দুল আউয়াল। এ সময় আরো বক্তব্য রাখেন শরণখোলা সরকারি কলেজের সহকারী অধ্যাপক শহিদুল ইসলাম দুলাল, তাফালবাড়ি স্কুল অ্যাণ্ড কলেজের সহকারী অধ্যাপক আ. মালেক রেজা, মাধ্যমিক শাখার প্রধান শিক্ষক আসাদুজ্জামান আসাদ, মীর আবুল কালাম, নান্না মিয়া, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলায়েত হোসেন, মোহাম্মদ নান্না মিয়া, পর্ণা রাণী, মোহাম্মদ জুয়েল ও মনিরুজ্জামান আকন।

