বাংলার ভোর প্রতিবেদক
প্রাথমিক শিক্ষায় সংগীত ও শারীরিক শিক্ষা সহকারী শিক্ষকের পদ বাতিল করার সিদ্ধান্তের প্রতিবাদে এবং অবিলম্বে এই পদ পুনর্বহালের দাবিতে যশোরে মানববন্ধন করেছে চারণ সাংস্কৃতিক কেন্দ্র যশোর জেলা শাখা।
শনিবার সকালে যশোর প্রেসক্লাবের সামনে এই প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। চারণ সাংস্কৃতিক কেন্দ্র যশোর জেলার উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ছাত্র সংগঠনের নেতারা সংহতি জানিয়ে বক্তব্য রাখেন।
মানববন্ধনে বক্তারা প্রাথমিক শিক্ষায় সংগীত ও শারীরিক শিক্ষার সহকারী শিক্ষক পদ বাতিলের তীব্র সমালোচনা করেন। বক্তারা অভিযোগ করেন, সাম্প্রদায়িক শক্তির ভয়ে সরকার দেশকে তালেবানী রাষ্ট্র বানানোর চক্রান্ত হিসেবে সংগীত এবং শারীরিক শিক্ষাকে বাদ দিতে চায়।
তারা আরও বলেন, মুক্তিযুদ্ধ এবং জুলাই আন্দোলনের মধ্য দিয়ে গড়ে ওঠা এই দেশের জনগণ প্রতিক্রিয়াশীল এই চক্রান্ত সফল হতে দেবে না।
বক্তারা বলেন, সংগীত ও শারীরিক শিক্ষা শিশুর মানসিক বিকাশ, শারীরিক সুস্থতা এবং সৃজনশীলতার জন্য অপরিহার্য। প্রাথমিক স্তরে এই দুটি বিষয় থেকে শিক্ষক পদ বাতিল করা হলে তা দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য মারাত্মক ক্ষতিকর হবে।
চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সংগঠক ইমরান খানের সঞ্চালনায় মানববন্ধনে সভাপতিত্ব করেন জাহিদ আককাজ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের সম্পাদক তসলিমুর রহমান, বাম গণতান্ত্রিক জোট যশোর জেলার সমন্বয়ক হাচিনুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহবায়ক রাশেদ খান, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সংগঠক পলাশ পাল, মৃন্ময় মন্ডল প্রমুখ।
সমাপনী বক্তব্যে সভার সভাপতি জাহিদ আককাজ অবিলম্বে শিক্ষা ধ্বংসের এই হীন চক্রান্তের জারিকৃত প্রজ্ঞাপন বাতিল করার এবং সহকারী শিক্ষক পদ পুনর্বহালের প্রজ্ঞাপন জারি করার জোর দাবি জানান। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত সকলকে সঙ্গে নিয়ে আন্দোলন গড়ে তোলা হবে।

