কেশবপুর পৌর সংবাদদাতা
যশোর-৬ (কেশবপুর) আসনে দাঁড়িপাল্লা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মোক্তার আলী গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন। রোববার বিকেলে পৌর শহরে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রার্থনা করে লিফলেট বিতরণ এবং গণসংযোগ করেন।
এ সময় উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মোক্তার আলীর সঙ্গে উপস্থিত ছিলেন, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক স¤পাদক সাইদুর রহমান সাইদ, পৌর জামায়াতে ইসলামীর আমির প্রভাষক জাকির হোসেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি রফিকুল ইসলাম, সহকারী সেক্রেটারি অধ্যাপক তবিবুর রহমান, সমাজকল্যাণ বিষয়ক স¤পাদক কৃষিবিদ তাজাম্মুল ইসলাম দিপু প্রমুখ।

