বাংলার ভোর প্রতিবেদক
যশোরে পূর্ব শত্রুতার জেরে চাকুর আঘাতে ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও তার দুই ভাইসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সদর উপজেলার এড়েন্দা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, ইউনিয়ন বিএনপির সভাপতি জামান হোসেন (৪০), তার ভাই সদর উপজেলা শ্রমিক দলের যুগ্ম সম্পাদক কামাল হোসেন (৪৫) এবং তাদের ভাতিজা শিহাব হোসেন (২০)।
স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে একই গ্রামের মানিক, নাসিম ও সাজ্জাদ মিলে চাকু দিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে তারা গুরুতর জখম হন। পরে স্বজনরা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, আহত তিনজনের পেট, বুক ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো চাকুর আঘাতের চিহ্ন রয়েছে। সার্জারি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ইমন হোসেন জানান, তিনজনের অবস্থাই আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় রেফার করা হয়েছে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হামলাকারীদের আটকের চেষ্টা চলছে।

