মাগুরা সংবাদদাতা
মাগুরা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী নিতাই রায় চৌধুরীর মনোনয়ন বাতিলের দাবিতে সড়ক অবরোধ ও মোটরসাইকেল শোডাউন হয়েছে।
রোববার কাজী সালিমুল হক কামালের নেতৃত্বে দুপুরে সীমাখালি বাজার থেকে পাঁচহাজার মোটরসাইকেলের বর্ণাঢ্য শোডাউন বুনাগাতি গিয়ে শেষ হয়।
পরে বুনাগাতী কলেজ প্রাঙ্গনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে কাজী সালিমুল হক কামালসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের জেলা উপজেলার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা এই আসনে দেয়া দলের প্রাথমিক মনোনায়ন বাতিল না হলে কঠিন কর্মসূচি দেয়ার ঘোষণা দেন।
উল্লেখ্য, নিতাই রায় চৌধুরী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান। তিনি সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।

