বাংলার ভোর প্রতিবেদক
সোমবার জাতীয় স্টেডিয়াম ঢাকায় শেষ হয়েছে বাংলাদেশ-নেপাল আন্তর্জাতিক রাগবি সিরিজ। এই সিরিজে বাংলাদেশের পক্ষে খেলেছেন যশোরের সন্তান হারুনার রশিদ। এবারই তিনি প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন।
শহরতলীর রাজারহাট রেলগেট এলাকার ব্যবসায়ী আব্দুল মালেক ও রিজিয়া খাতুন দম্পতির দ্বিতীয় সন্তান। হারুনার রশিদ ২০১৮ সালে সেনাবাহিনীতে যোগদান করে কর্মরত রয়েছেন। খেলাধুলার প্রতি ছোট বেলা থেকেই আগ্রহী যশোরের এ কৃতি সন্তান নিজ ইউনিটে রাগবির অনুশীলন দেখে এ খেলার প্রতি আগ্রহী হয়ে পড়েন। শুরু হয় রাগবিতে পথচলা। সেই পথচলায় তিনি বাংলাদেশের জার্সি গায়ে জড়ান। প্রতিযোগিতায় ২-১ ব্যবধানে সিরিজ জয় করে নিয়েছে সফরকারী নেপাল।

