বাগআঁচড়া সংবাদদাতা
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শার্শা-১ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী সাবেক সাংসদ মফিকুল হাসান তৃপ্তির দিকনির্দেশনায় বাগআঁচড়া ইউনিয়ধীন ৮ নং ওয়ার্ড (টেংরা) বিএনপির আয়োজনে দেউলি সামটা টেংরা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিল উপস্থিত ছিলেন বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠু, সহ-সভাপতি শাহাজান কবির, মোনায়েম হোসেন, সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির আলম, প্রচার সম্পাদক খন্দকার নাজমুল হক, সহ-দপ্তর সম্পাদক ইসরাফিল হোসেন বাবু, দেউলি মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি আব্দুল্লা আল মামুন, মনিরুলজ্জামান, আব্দুস সামাদ।
আরো উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান রিপন, উপজেলা যুবদলের যুগ্মআহ্বায়ক মেহেদী হাসান, উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন বাবলু, বাগআঁচড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান, সদস্য মাসুম বিল্লাহ, বাগআঁচড়া কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তাজমুল হোসেন, সাবেক ছাত্রনেতা রুহুল কুদ্দুস প্রমুখ।
দোয়া মাহফিলটি পরিচালনা করেন টেংরা হাফিজিয়া মাদ্রাসার ইমাম হাফেজ মাওলানা হাসান কবির।

