সাতক্ষীরা সংবাদদাতা
সাতক্ষীরা নবাগত পুলিশ সুপার আরেফিন জুয়েল সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। রোববার দুপুরে পুলিশ সুপারের কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় নবাগত পুলিশ সুপার বলেন, সাতক্ষীরাবাসী বিগত সময়ে পুলিশের দ্বারা নির্যাতিত হয়েছেন।
আমি কর্মে বিশ্বাসী এখানে কতদিন থাকব সেটা আমার কর্মের উপর নির্ভর করছে। সাংবাদিকরা সমাজের দর্পণ। আপনাদের ছাড়া সমাজ চলতে পারে না।
চুরির জন্য মানুষ বিরক্ত হচ্ছে, ট্রাফিক ব্যবস্থা, অবৈধ গাড়ি এগুলো আমি দেখব। আমার উপর আপনারা আস্থা রাখতে পারেন।
যেখানে ভুল ত্রুটি ও অব্যবস্থাপনা দেখবেন আপনারা জানাবেন। মানুষের দুর্ভোগ কমিয়ে সহনীয় পর্যায় আনার চেষ্টা করবো।
এ সময় তিনি আরো বলেন, জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবকিছু করা হবে।
আমরা একটি অবাধ সুষ্ঠু ভোটের আয়োজন করবো।
এ দেশের নাগরিক নিরাপদে ভোট প্রদান করে বাড়ি ফিরবে পুলিশ সেই বিষয়টি নিরাপত্তা দেবে।
কে কাকে ভোট দিবে কে পাস করবে সেটি আমাদের কাজ নয়। আমি অচিরেই সাতক্ষীরা প্রেস ক্লাবে গিয়ে আপনাদের সাথে বসবো।
আমরা সকলে একসাথে কাজ করবো।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মুকিত হাসান খান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মিঠুন সরকার, ডিআইও-১ মনিরুল ইসলাম। সভায় সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্যরাসহ বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।

