বাংলার ভোর প্রতিবেদক
যশোর জেলা কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশনের বেসরকারি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০ টা থেকে ১ টা পর্যন্ত এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় ১২ টি কেন্দ্রে সাড়ে ৫ হাজার পরিক্ষার্থী অংশগ্রহণ করে।
কেন্দ্রগুলো হল আব্দুল বারী মাধ্যমিক বিদ্যালয়, মিউনিসিপ্যাল প্রিপারেটরি মাধ্যমিক বিদ্যালয়, মুসলিম একাডেমী স্কুল, বাদশাহ ফয়সাল ইন্সটিটিউট ঈদগাহ, নিউ টাউন বাদশাহ ফয়সাল স্কুল, রূপদিয়া ওয়েলফেয়ার একাডেমি, রূপদিয়া শহীদ স্মৃতি বালিকা বিদ্যালয়, মণিরামপুর সরকারি পাইলট বালিকা বিদ্যালয়, ঝিকরগাছা দারুল উলুম মাদ্রাসা, চৌগাছা শাহাদত পাইলট মাধ্যমিক বিদ্যালয়, কালিগঞ্জ ভূষণ মাধ্যমিক বিদ্যালয়, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয় নীলগঞ্জ যশোর।
পরীক্ষা নিয়ন্ত্রক ছিলেন মকবুল হোসেন, কেন্দ্র সচিব প্রফেসর জিল্লুল বারী।
জেলা কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশনের সভাপতি জসিম উদ্দিন খানের সার্বিক সহযোগিতায় এবং সিনিয়র সহসভাপতি অলিয়ার রহমান, সাধারণ সম্পাদক ইকবাল কবির খান, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার মিঠুসহ সংগঠনের সদস্যদের সার্বিক তত্ত্বাধানে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

