বাংলার ভোর প্রতিবেদক
যশোর শামস্-উল-হুদা ফুটবল একাডেমির ২০২৬ সালের ভর্তির ট্রায়াল শুক্রবার (১৯ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে। তবে যশোর জেলার ফুটবলারদের জন্য ট্রায়াল হবে ২০ ডিসেম্বর।
এবছর দুই ব্যাচে ভর্তির সুযোগ পাবেন ফুটবলাররা। অনূর্ধ্ব-১৩-১৪ ও ১৫-১৬ বছরের ফুটবলার আলাদা ব্যাচ ভর্তির জন্য ট্রায়াল নিবে একাডেমিটি। ইতোমধ্যে ভর্তির জন্য ফরম বিতরন শুরু হয়েছে।
তবে ১৯ ডিসেম্বর সকালেও ট্রায়ালের আগেও ফরম বিতরন করা হবে। ভর্তিচ্ছু ফুটবলারদের দুই কপি পাসপোর্ট সাইজের ছবি ও জন্মনিবন্ধনের কপি সঙ্গে নিয়ে আসতে হবে।
একাডেমির পরিচালক (প্রশাসন) শামস্-উল-বারী শিমুল বলেন, একাডেমিতে বছরে একবার ভর্তির সুযোগ পায় ফুটবলাররা। এবছর ১৯ ডিসেম্বর ট্রায়াল অনুষ্ঠিত হবে। তবে যশোর জেলা ফুটবলারদের ট্রায়াল নেয়া হবে ২০ ডিসেম্বর। খেলোয়াড়দের নিজস্ব সরঞ্জাম বুট, জার্সি, প্যান্ট ও হজ সাথে নিয়ে আসতে হবে।
একাডেমির প্রধান কোচ মারুফুল হক বলেন, আমরা খেলোয়াড়দের টেকনিক্যাল, ট্যাকটিক্যাল ও ফিজিক্যালের উপর মার্কি করা হয়।

